প্রধান বিচারপতিকে পদত্যাগ করানো হয়েছে

0
874

নিজস্ব প্রতিবেদক : মওদুদ আহমেদ বলেছেন প্রধান বিচারপতিকে জোর করে পদত্যাগ করানো হয়েছে।
শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এ অভিযোগ করেন।
এ সময় তিনি বলেন, প্রধান বিচারপতির পদত্যাগে গোটা জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে।
মওদুদ আহমদ বলেন, প্রধান বিচারপতি এস কে সিনহাকে সরকার পদত্যাগ করতে বাধ্য করেছে। প্রধান বিচারপতির পদত্যাগের মধ্য দিয়ে বিচার বিভাগের যেটুকু স্বাধীনতা ছিল, সেটাও সরকার নস্যাৎ করে দিল।
প্রবীণ এই আইনজীবী বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নাকি পদত্যাগ করেছেন! বিচার বিভাগের ও আদালতের স্বাধীনতার জন্য আজ একটি কলঙ্কের দিন। তাকে জোর করে পদত্যাগ করানো হয়েছে। ষোড়শ সংশোধনীর রায় সরকারের বিপক্ষে গেছে বলেই এ ঘটনা ঘটল। দেশের সর্বোচ্চ আদালতের দেওয়া রায়ের প্রতি ক্ষুব্ধ হয়ে তারা এটা করলেন। অথচ সরকার রিভিউ আবেদন করতে পারত। সরকার সমন্বিতভাবে এস কে সিনহাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে প্রাতিষ্ঠানিক ক্ষতি করল।
দেশে নির্বাচনের পরিবেশ নেই, এ অভিযোগ করে মওদুদ আহমদ বলেন, এটা ফিরিয়ে আনতে হবে। তা না হলে সুষ্ঠু ভোট হবে না। নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
আয়োজক সংগঠন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বক্তব্য রাখেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here