প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানে বাবা ও ছাত্রীকে মারধর

0
563

সংবাদদাতা: প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় সিরাজগঞ্জে তোহুরা খাতুন নামের এক কলেজ ছাত্রী ও তার বাবাকে হামলা করে আহত করেছে আব্দুস সামাদ নামে এক বখাটে যুবক ও তার পরিবারের সদস্যরা। শনিবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার

Advertisement

বহুলী ইউনিয়নের গাড়াদহ ব্রীজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সুলতান নামে ঐ বখাটে যুবকের বড় ভাইকে আটক করেছে পুলিশ। সে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের বেজগাতী গ্রামের শওকত আলীর ছেলে। আহত কলেজ ছাত্রী তোহুরা খাতুন ও তার বাবা আল-মাহমুদ আকন্দকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহত কলেজ ছাত্রী তোহুরা খাতুন জানান, তিনি সিরাজগঞ্জ সরকারী কলেজে ইতিহাস বিভাগের ১ম বর্ষের ছাত্রী। তার বাড়ি রায়গঞ্জ উপজেলার ব্রক্ষগাছা ইউনিয়নের কুঠাগাতী গ্রামে। বাড়ি থেকে সে প্রতিদিন কলেজে যাতায়াত করে। এর মধ্যে সদর উপজেলার শওকত আলীর ছেলে আব্দুস সামাদ তাকে মাঝে মধ্যে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। আজ সকালে তিনি সিএনজিযোগে বাড়ি থেকে কলেজে আসছিলেন। তিনি সদর উপজেলার বহুলী ইউনিয়নের গাড়াদহ ব্রীজ এলাকায় পৌছলে বখাটে যুবক আব্দুস সামাদ তার সিএনজির গতিরোধ করে জোর করে তাকে সিএনজি থেকে নামিয়ে প্রেমের প্রস্তাব দেয়। এ সময় কলেজছাত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখান করলে কলেজ ছাত্রীকে মারপিট করে আহত করে। খবর পেয়ে কলেজছাত্রী বাবা ঘটনাস্থলে পৌছলে তাকেও মারপিট করে বখাটে আব্দুস সামাদ। দুপুরে কলেজছাত্রী ও তার পরিবারের সদস্যরা সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ঐ যুবকের বড়ভাইকে আটক করে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, কলেজ ছাত্রীকে মারপিটির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় সুলতান নামে একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here