প্রতিবেদক | আর্থিক প্রতিবেদনে অনিয়মের দায়ে তালিকাভুক্ত অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে আলোচিত ফু-ওয়াং ফুডস ও প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলসের ১০ পরিচালককে ১৬ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। একই সঙ্গে ওভার দ্য কাউন্টার (ওটিসি) বাজারভুক্ত বেঙ্গল ফাইন সিরামিক্স কোম্পানির নয় পরিচালককে এক লাখ টাকা করে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবারের কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়।
সংস্থার মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান জানান, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে অনিয়মের বিষয় মতামত হিসেবে উল্লেখ না করায় প্রাইম টেক্সটাইলের নিরীক্ষক প্রতিষ্ঠান শরীফ বসাক অ্যান্ড কোং-এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নিরীক্ষকদের পেশাগত নৈতিকতা পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইসিএবিকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই কারণে রিপাবলিক ইন্স্যুরন্সের নিরীক্ষক প্রতিষ্ঠান এ মতিন অ্যান্ড কোং-এর বিরুদ্ধেও একই ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।
প্রাইম টেক্সটাইল ৩০ জুন ২০১৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে সম্পদ পুনর্মূল্যায়ন-সংক্রান্ত হিসাবে যথাযথভাবে ৬ কোটি ১৬ লাখ টাকার অবচয় হিসাব করেনি। এতে কোম্পানির নিট মুনাফা ও ইপিএস বেশি দেখানো হয়েছে। এ অপরাধের দায়ে কোম্পানিটির চেয়ারম্যান মো. আবদুল আওয়াল, ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল বাশার, পরিচালক ফাতেমা খাতুন, আবদুল হাফিজ, আবদুল করিম ও আবদুল হালিমকে দুই লাখ টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। এ ছাড়া ফু-ওয়াং ফুডসও ৩০ জুন ২০১৪ হিসাব বছরে সহযোগী ফু-ওয়াং বেভারেজের আয়-ব্যয়ের হিসাব ধরে সমন্বিত হিসাব প্রস্তুত করেনি। একই সঙ্গে সহযোগী কোম্পানিকে দেওয়া অর্থের প্রয়োজনীয় নথি প্রদর্শন করতে পারেনি। এ কারণে কোম্পানিটির তৎকালীন চেয়ারম্যান একেএম আফজাল উল মনির, ব্যবস্থাপনা পরিচালক আরিফ আহমেদ চৌধুরী, পরিচালক কমল কান্তি মণ্ডল ও বিপ্লব চক্রবর্তীকে এক লাখ টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে।