ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিখোজেঁর প্রায় ২ দিন পর মৌলভীবাজার শ্রীমঙ্গল থেকে জামালপুরের পৌর মেয়র রুকুনুজ্জামান রোকনকে উদ্ধার করেছে পুলিশ।

0
527
বুধবার আনুমানিক সকাল ১১টার দিকে তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল থানায় নিয়ে আসা হয়েছে। উত্তরা পশ্চিম থানার ওসি তদন্ত আব্দুর রাজ্জাক উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, মৌলভীবাজার শ্রীপুর থেকে সকালে উদ্ধার করে শ্রীপুর থানায় আনার পর মেয়র রুকুনুজ্জামান রোকনকে মৌলভিবাজার ডিবি অফিসে এনে প্রাথমিকভাবে জিঙ্গাসাবাদ করা হচ্ছে। মেয়র নিখোঁজ ছিলো নাকি নিজের ইচ্ছায় সেখানে গিয়েছেন তা তদন্ত করে দেখা হচ্ছে। তাকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে আসা হবে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন এটা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়। জামালপুরের পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন গত সোমবার আনুমানিক সকাল ৯টায় দিকে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৬০ নম্বর তার নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। নিখোঁজের আগে তার ব্যাক্তিগত ফেসবুক একাউন্টে তিনি লিখেছেন, নতুন প্রজন্মের কাছে আমার আহবান যে আমাকে হত্যা করা হলেও “তোমাদের সিক্ত ভালোবাসা যেন অটুট থাকে এবং আমার উন্নয়নের ধারাবাহিকতা তোমরা ধরে রাখবা।” অন্যদিকে সারাদিন মেয়র রোকুনুজ্জামান রোকনকে খোজাঁখুজির পর না পেয়ে নিখোঁজ দাবি করে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করেছেন তারই বড় ভাই সাইফুল ইসলাম টোকন। যাহার জিডি নং-১৬১১।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here