আজ ২৭ সেপ্টেম্বর ২০১৭ সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাজতান্ত্রিক মজদুর পার্টির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষিঋণ ও এনজিও ঋণ মওকুফ করা এবং সার, বীজ, কীটনাশক বিনামূল্যে প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডাঃ শামছুল আলম। আরো বক্তব্য রাখেন স্বাধীনতা পার্টির সাধারণ সম্পাদক এ.এ.এম ফয়েজ, সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক হারুন অর রশিদ খাঁন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, বিপ্লবী হারুন অর রশীদ, সাম্যবাদী দলের কেন্দ্রীয় সদস্য সুলতান বিশ্বাস, গণমোর্চার সমন্বয়কারী মোহাম্মদ মাসুম, সমাজতান্ত্রিক মজদুর পার্টি ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক আলি হোসেন, কেন্দ্রীয় সদস্য দ্বীন ইসলাম।
নেতৃবৃন্দ বলেন, পরবর্তী ফসল কৃষকদের ঘরে না উঠা পর্যন্ত সার, বীজ, কীটনাশক বিনামূল্যে প্রদান করতে হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষিঋণ ও এনজিও ঋণ মওকুফ করে দিতে হবে এবং নতুন করে চলতি মৌসুমে রবিশস্য ও ঋণ উৎপাদনে জন্য ঋণ প্রদান করতে হবে।