বর্ধিত ফি আদায়ের বিষয়ে মাননীয় হাইকোর্টের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে গাজীপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিক আলীর নির্দেশে সড়ক অবরোধ রিটকারীকে প্রাণনাশের হুমকি ॥ এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দরখাস্ত

0
947

স্টাফ রিপোর্টার, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে ঃ
এসএসসি পরীক্ষার্থীদের নিকট থেকে ফরম পূরণ বাবদ বর্ধিত ফি আদায়ের বিষয়ে মাননীয় হাইকোর্টের রিটের সিদ্ধান্তকে অমান্য করে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের, গাজীপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিক আলীসহ এক শ্রেণীর শিক্ষক ও কিছু

Advertisement

 

সংখ্যক নেতা কর্মীদের নির্দেশে কোমলমতি ছাত্র/ছাত্রীদের নামিয়ে দেয়া হয়েছে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলে। বিদ্যালয় চলাকালীন সময় তারা একের পর এক রিটকারীর বিরুদ্ধে অবরোধ করে টায়ার পুড়িয়ে, বিদ্যুৎ কুটি ফেলে ও সড়কে যানজট লাগিয়ে, সাধারন জনতার যাতায়াতে বিঘœ ঘটিয়ে চালিয়ে যাচ্ছে বিক্ষোভ মিছিল কর্মসূচি। এতে করে বুজা যাচ্ছে রাজনৈতিক ভাবে চালানো হচ্ছে রিটকারীর বিরুদ্ধে এ চাল। চিত্রে দেখা যাচ্ছে এ যেন রিটকারীর বিরুদ্ধে নয়? মহামান্য হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এ সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করছে। জানা যায়, একটি মহলের ইঙ্গিতে তাদেরকে চালানো হচ্ছে। যাতে করে রিটকারী অভিভাবক জালাল উদ্দিন খাঁনকে বিভিন্ন ভাবে সমস্যায় জরানো যায়। গোপন সূত্রে জানা যায়, এ বিক্ষোভ কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয় গত বুধবার ২৯/১১/১৭ইং সনে বিদ্যালয়ের স্টাফ মিটিং এর পর, সেখানে বলা হয় বিদ্যালয়ের কোন শিক্ষক ভিতরে কিংবা বাহিরে কোথাও প্রাইভেট পড়াতে যাবে না। প্রশ্ন হল? যে কেউ অন্যায়ের বিরুদ্ধে আইনানুগভাবে বিচার চাওয়া কি অপরাধ? অপরাধ যদি না হয়ে থাকে তাহলে কেন? নালিশের বিরুদ্ধে এত বিক্ষোভ মিছিল ও প্রাণনাশের হুমকি। জালাল উদ্দিন খাঁন বাংলাদেশের উচ্চ আদালতের কাছে সু-নজর দেওয়ার জন্য বিচার বিভাগের প্রতি সুদৃষ্টি কামনা করছেন। হাইকোর্টে রিট দায়েরের কারণে জালাল উদ্দিন খাঁনকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেয়া হচ্ছে। এ ব্যাপারে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আবেদনে তিনি উল্লেখ্য করেন- আদালতের রিট দায়েরের পর গাজীপুর হাই স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ জালাল উদ্দিন খাঁনকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। এমনকি আসামপাড়া দক্ষিণ বাজারে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার চেষ্ঠা করা হচ্ছে। এ নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভোগছেন। উল্লেখ্য, এসএসসির ফরন পূরণে বর্ধিত ফি আদায়ের অভিযোগে গত ২৩ নভেম্বর চুনারুঘাট উপজেলার গাজীপুর স্কুল এনড কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক মোঃ জালাল উদ্দিন খাঁন হাইকোর্টে একটি রিট দায়ের করেন। গত মঙ্গল ২৮/১১/১৭ইং সনে ওই রিটের শুনানি শেষে রুল জারি করে আদালত। রুলে ফরম পূরণে বর্ধিত ফি আদায় কেন বেআইনি হবে না, তা জানতে চাওয়া হয়। আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, হবিগঞ্জ জেলা প্রশাসক ও শিক্ষা অফিসারসহ ৯ জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। এ ছাড়া পৃথক রুলে চুনারুঘাট থানার গাজীপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, পরিচালক পর্ষদরে সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের জন্য কী ব্যবস্থা নেয়া হয়েছে, তা আগামী ৪ জানুয়ারির মধ্যে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে জানাতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জহির উদ্দিন লিমন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here