বেসিক ব্যাংক লমিটিডে এর শাখা মানি লন্ডারিং প্রতরিোধ পরপিালন র্কমর্কতাদরে (ইঅগখঈঙ) দনিব্যাপী এক সম্মলেন শনবিার ব্যাংকরে ট্রেনিং ইনস্টটিউিটে অনুষ্ঠতি হয়। প্রধান অতথিি হিসাবে সম্মেলনের উদ্বোধন করনে ব্যাংকরে ব্যবস্থাপনা পরচিালক মূহম্মদ আউয়াল খান। এতে সভাপতত্বি করেন ব্যাংকের প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন র্কমর্কতা ও উপ-ব্যবস্থাপনা পরচিালক কনক কুমার পুরকায়স্থ। সম্মলেনে ব্যাংকের প্রধান কার্য কার্যর্ালয়ের উর্ধ্বতন নর্বিাহীগণ এবং সকল শাখার মানি লন্ডারংি প্রতরিোধ পরপিালন র্কমর্কতা অংশগ্রহণ করনে।
প্রধান অতিথি তার বক্তব্যে মানি লন্ডারিং ও সন্ত্রাসে র্অথায়ন প্রতিরোধ কর্ম কর্তআাদের বেশি ততপর ও সর্তকতার সাথে দায়িত্ব পালনের পরার্মশ দেন। একইসঙ্গে ট্রেড বেইজড মানি লন্ডারিং প্রতরিোধরে উপরও বিশেষ গুরুত্বারোপ করেন।