বাংলাদেশের প্রতিবেশী মিয়ানমার গুরুত্বপুর্ন রাষ্ট্র ..খাদ্যমন্ত্রী

0
803

অপরাধ বিচিত্রা প্রতিবেদক‍ঃ খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম মিয়ানমার থেকে সরকারি পর্যায়ে (জি-টু-জি) চাল আমদানি করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের আগ্রহ ব্যক্ত করেছেন। আজ রবিবার দুপুরে মিয়ানমারের রাষ্ট্রদূত মিয়ো মিন্ট থান এর সঙ্গে নিজ অফিস কক্ষে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই আগ্রহের কথা জানান। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, মিয়ানমার বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র। ঘনিষ্ঠ প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ মিয়ানমারের কাছ থেকে আরো বাণিজ্যিক সুবিধা আশা করে। দু’দেশের সম্পর্কের কথা উল্লেখ করে মিয়ানমারের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করার পূর্ণ আশ্বাস দেন। যার অধীনে বাংলাদেশ এ২এ ভিত্তিতে আন্তর্জাতিক পর্যায়ে প্রচলিত মূল্যে চাল (মানসম্মত চাল) মিয়ানমার থেকে আমদানি করতে পারবে। বৈঠকে খাদ্য সম্পর্কিত বিষয় ছাড়াও দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here