বাকেরগঞ্জে অসহায় সংখ্যালঘু পরিবারের করুণ ফরিয়াদ মাননীয় প্রধানমন্ত্রী বিচার চাইনা-বাঁচতে চাই

0
986

সাইফুল ইসলাম সুমনঃ
মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার হলতা ইউনিয়নের মকিমাবাদ গ্রামের ৭০ বৎসর বয়সের এক অসহায় বৃদ্ধার করুণ আর্তনাদ “বিচার চাইনা, শুধু পরিবার-পরিজন নিয়ে বাঁচতে চাই”। বাংলাদেশে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে সংখ্যালঘু পরিবারগুলো বিশেষ নিরাপত্তাবোধ করে-এটাই স্বাভাবিক। অথচ আওয়ামীলীগ সরকারের উন্নয়নের সাফল্যকে কলংকিত করার জন্য একদল সন্ত্রাসী আওয়ামীলীগে যোগ দিয়ে বিভিন্ন অপকর্ম সহ সংখ্যালঘুদের উপর নির্যাতন চালিয়ে আসছে। আওয়ামীলীগের ঐ কথিত নেতাদের দাপটে ঐ বৃদ্ধার পরিবার আতংকিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে। ঐ কথিত নেতারা বৃদ্ধার বড় ছেলে শেখর চন্দ্র শীল প্রায় ৮ মাস যাবত এলাকা ছাড়া করে রেখেছে। গত ০৯/১০/২০১৬ ইং তারিখ গভীর রাতে শেখর চন্দ্র শীলকে তার বাড়ী থেকে গ্রেফতার করে বাকেরগঞ্জ থানা পুলিশ। সকালে আত্মীয়-স্বজন থানায় এসে জানতে পারে শেখর চন্দ্র শীল রাজশাহী থানার একটি অস্ত্র মামলার আসামী। এই সংবাদ শোনার পর থেকে অদ্যবদি পর্যন্ত শেখর চন্দ্র শীলের মা বিছানায় শয্যাশায়ী। শেখর চন্দ্র শীল বরিশালের জেলে এবং রাজশাহীর জেলে কিছুদিন থাকার পরে তাকে রাজশাহী আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত দেখেন যে, গ্রেফতারী পরোয়ানাটি সম্পূর্ণ ভূয়া ছিল। নির্দোষ শেখর চন্দ্র শীল অসুস্থ হয়ে নিজ গ্রামের বাড়ীতে ফেরত আসলে কয়েকদিনের মধ্যে কথিত কয়েকজন নেতা তার পরিবারের নিকট ৩৫ হাজার টাকা দাবী করে। এর কারণ জানতে চাইলে ঐ পাতি নেতারা জানায় যে, জুয়ার বোর্ডে পুলিশ হামলা করে ঐ টাকা পুলিশ নিয়েছে এখন ঐ টাকা শেখর চন্দ্র শীলকে পরিশোধ করতে হবে, কারণ শেখর চন্দ্র শীল পুলিশকে খবর দিয়েছে। তাদের হুমকিতে শেখর চন্দ্র শীল একসময় বাড়ী-ঘর ছেড়ে আত্মগোপন করে। বিষয়টি তিনি এলাকার চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিদের জানালেও কোন সুরাহা হয়নি। সর্বশেষ এ ব্যাপারে গত ০৪/১০/২০১৭ইং তারিখে বাকেরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়, যাহার নং-১৭৭। তদন্তকারী অফিসার আতিকুর রহমানের সাথে মুঠোফোন এই প্রতিবেদকের কথা হলে তিনি বিষয়টির সুষ্ঠ তদন্তের আশ্বাস প্রদান করেন। কিন্ত ‘অদ্যবধি পর্যন্ত শেখর চন্দ্র শীল ঐ সকল কথিত নেতাদের ষড়যন্ত্রের কারণে তিনি তার নিজ বাড়ীতে ফিরতে পারেনি। তাই মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বৃদ্ধা মাতার আকুল ফরিয়াদ আওয়ামীলীগের কথিত ঐ নেতাদের বিচার চাইনা, শুধু সন্তানের নিরাপত্তা সহ তাকে বুকে ফেরত চাই। অপরাধ বিচিত্রা’র উদ্যোগে শেখর চন্দ্র শীলের ভূয়া গ্রেফতারী পরোয়ানার অনুসন্ধান শেষ পর্যায়ে। আগামী সংখ্যায় এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করবে অপরাধ বিচিত্রা-চলবে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here