অপরাধ বিচিত্রা প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গি-জামায়াত-রাজাকারের সঙ্গে জোট বেঁধে খালেদা জিয়া ও তার বিএনপি চক্র রাজনৈতিক আত্মহত্যা করেছে।
বুধবার রাজধানীর কাকরাইলে হোটেল রাজমনি ইশা খাঁর ব্যাংকোয়েট হলে সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম বাংলাদেশ আয়োজিত ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্বময় বাঙালি চেতনার জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাঙালি জাতির জন্য সবসময়ই শক্তির উতস, দিকনির্দেশক ও গভীরভাবে প্রাসঙ্গিক উল্লেখ করে তথ্যমন্ত্রী সাম্প্রতিক রাজনীতির বিষয়ে বলেন, ‘ডালপালার মতো জঙ্গি-জামায়াত-রাজাকারদের সঙ্গে নিয়ে খালেদা-বিএনপি চক্রই রাজনীতিতে জাতীয় চেতনাবিরোধী জঙ্গি-সাম্প্রদায়িকতাকে লালন করছে। যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মানে না, তার স্বাধীনতার ঘোষণা, একাত্তরের গণহত্যা, ৩০ লাখ শহীদ এবং দেশের সংবিধানও মানে না, তাদেরকে রাজনীতিতে হালাল করার কোনো ওকালতি চলে না।’
ইনু বলেন, ‘জঙ্গি-জামায়াত-রাজাকারের সঙ্গে জোট বেঁধে রাজনৈতিকভাবে আত্মহত্যাকারী খালেদা-বিএনপি চক্র দেশে আবার পাকিস্তানের বীজ বুনতে চায়। সে কারণেই তাদের স্থান রাজনীতি ও ক্ষমতার বাইরে।’
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ অধ্যয়ন করতে হলে সে সময়ের এ ভূখণ্ডের রাজনৈতিক, আঞ্চলিক ও বৈশ্বিক পূর্বাপর ঘটনা বিশ্লেষণ করতে হবে উল্লেখ করে মুক্তিযোদ্ধা ইনু বলেন, ‘৭ মার্চের ভাষণের পরদিন থেকেই পূর্ব বাংলা স্বশাসনে চলে গিয়েছিল এবং জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে বঙ্গবন্ধু তার সম্পূর্ণ কর্তৃত্ব গ্রহণ করেছিলেন। ২৫ মার্চ রাতে পাকিস্তানিদের বর্বর গণহত্যার পর ২৬ মার্চ থেকে তিনি পাকিস্তানের সঙ্গে স্বাধীন বাংলাদেশের যুদ্ধ ঘোষণা করলেন। যুদ্ধে ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করে।’
আয়োজক সংগঠনের সভাপতি রেদুয়ান খন্দকারের সভাপতিত্বে সভায় মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মনি, ঢাকা উত্তর আওয়ামী যুবলীগ সভাপতি আলহাজ মোঃ মাইনুল ইসলাম খান নিখিল, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন সভাপতি ও দৈনিক নবচেতনা পত্রিকার সম্পাদক লায়ন সাখাওয়াত হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।