বিদ্যালয়ের স্টোররুমে ডেকে পঞ্চম শ্রেণির ছাত্রীকে নিয়মিত ধর্ষণ

0
779

নাজমুন নাহার অপরূপা‍ঃ পাবনা জেলার বেড়া উপজেলার ঘোপসিলন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ের স্টোররুমে ডেকে বেশ কয়েকদিন ধরে ধর্ষণ

Advertisement

 

করার অভিযোগে গত মঙ্গলবার ১৪ নভেম্বর ২০১৭ইং তারিখ রাতে আমিনপুর থানা পুলিশ রফিকুল ইসলাম বাবু ওরফে পান বাবু নামে এক শিক্ষককে গ্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠান। গ্রেপ্তার হওয়া রফিকুল ইসলাম পাবনা জেলার বেড়া উপজেলার ঘোপসিলিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় যে, গত ২১ অক্টোবর উপজেলার ঘোপসিলন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ের স্টোররুমে ডেকে বেশ কয়েকদিন ধরে ধর্ষণ করেন। ঘটনাটি শিক্ষক, শিক্ষার্থীদের নজরে এলে তাদের মাধ্যমে এলাকাবাসীর মধ্যে জানাজানি হয়ে পড়ে। এ নিয়ে অভিভাবকরা ক্ষুদ্ধ হয়ে ওঠেন। গত মঙ্গলবার ১৪ নভেম্বর ২০১৭ইং তারিখ এলাকাবাসী উক্ত শিক্ষকের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ মিছিল করে বিদ্যালয়ে তালা লাগিয়ে দেয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও রূপপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোনা মিয়া পুলিশকে খবর দেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here