নতুনধারা বাংলাদেশ-এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, বিদ্যুতের দাম কমাতে জনগনকে ঐক্যবদ্ধ করতে হবে। নতুনধারার রাজনীতিকদের মতামত হলো- গ্যাস-বিদ্যুতের দাম কমানোর দাবীতে ‘হরতাল’ নয় অনশনে বসবো । ভর্তুকি দিয়ে বিদ্যুতের দাম কমানোর দাবী ও সংখ্যালঘু নির্যাতনে নিহতদের স্মরণে সমাবেশ ও প্রদীপ প্রজ্জ্বলনে বক্তারা উপরোক্ত কথা বলেন।
৩০ নভেম্বর বিকেল সাড়ে ৪ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার আহমেদুল কবির খান কিরণ, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মনির জামান, শেখ রেজাউল করিম, মো. দানেশ, মো. কামরুল ইসলাম, মো. আবুল হোসেন, চাঁদ আহমেদ জীবন, মো. মহিউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।