বিশ্ববিদ্যালয় ছাত্র তালহা হত্যায় গ্রেফতার ২

0
824

রাজধানীর টিকাটুলিতে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু তালহা (২২) হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- সবুজ (২০) ও মিলন (৩০)। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কাপ্তানবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। বুধবার সকালে ওয়ারী থানার ওসি রফিকুল ইসলাম জানান,  রাজধানীর কাপ্তানবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সবুজ ও মিলন মৌচাক এলাকায় ভাড়া বাসায় থাকে। তিনি আরও জানান,  রাজধানীর ওয়ারীতে বিশ্ববিদ্যালয়ছাত্র আবু তালহা খন্দকার হত্যাকাণ্ডের ঘটনায় তারা পুলিশের নজরদারিতে ছিল। তারা দুজনই হত্যাকাণ্ড ঘটায়। আরও কেউ এ খুনের সঙ্গে জড়িত ছিল কিনা,  তা ওয়ারী  উপকমিশনার (ডিসি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের পর জানানো হবে। উল্লেখ্য, গত ৮ অক্টোবর সকাল সাড়ে ৬টার দিকে ওয়ারীর টিকাটুলী কেএম দাস লেনের নিজ বাসা থেকে বের হন আবু তালহা। বাসার গলিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here