মোঃ আবদুল আলীম: ভেজাল খাদ্য ও অপরিষ্কার পরিবেশে বেকারী সামগ্রী উৎপাদনের অপরাধে মোহাম্মদপুর থানাধীন কাটাসুর এলাকায় বিসমিল্লা ব্রেড এন্ড বেকারীকে ২৫ হাজার টাকা জরিমানা করে। জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন থেকে একটি পরিদর্শন টিম উক্ত বেকারীতে পরিদর্শন করে বর্ণিত সব অনিয়ম দেখতে পায়। অনিয়মের বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর, কারওয়ান বাজার, ঢাকাতে লিখিত অভিযোগ দায়ের করেন জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোঃ আবদুল আলীম। অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের পক্ষ থেকে ভ্রাম্মমান আদালতের মাধ্যমে উক্ত বেকারীতে অভিজান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করে।