১ অক্টোবর বিশ্ব প্রবীন দিবস উপলক্ষে “বৃদ্ধাশ্রম নয়, অধিকার প্রতিষ্ঠা থাকুক নিজ গৃহে” এই শ্লোগান নিয়ে ২য় বারের মতো সভ্যতা অবহেলিত ও সুবিধাবঞ্চিত প্রবীণদের সুখ-দুঃখ, আশা-নিরাশা ও জীবনের অভিজ্ঞতা নিয়ে জাতীয় প্রেস ক্লাব,ঢাকায় ৩০ সেপ্টেম্বর ২০১৭ শনিবার আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করেছে।
বাবা-মা ও প্রবীনদের যথাযথ মর্যাদা ও সম্মান দিয়ে সমাজে নিজেদের দায়িত্ব পালন করা সকল সন্তানের দায়িত্ব ও কর্তব্য। এই বিষয়টিতে জনসচেতন গড়ে তোলাই সভ্যতার প্রচেষ্ঠা।বর্তমানে আমাদের দেশে বৃদ্ধাশ্রম এর প্রচলন দিন দিন বেড়ে চলেছে,সভ্যতা বৃদ্ধাশ্রম এর বিরুদ্ধে নয় , বরং পরিবারে এই অবস্থা যেন কোন বাবা-মার না হয়, য়ারা বাধ্য হন বৃদ্ধাশ্রমকে শেষ ঠিকানা হিসেবে বেছে নেন।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনা কল্যান ইন্সুরেন্স এর য়ুগ্ম নির্বাহী কর্মকর্তা- ব্রিগেডিয়ার জেনারেল শফিক শামিম পিএসসি(অবঃ)। অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন ড. এ এস এম আতীকুর রহমান ,মহাপরিচালক প্রবীণ হিতৈষী সংঘ, সভাপতির দায়িত্ব পালন করেন সৈয়দ আবদুল করিম- সেক্রেটারী বাংলাদেশ জাতিসংঘ সমিতি এবং অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন সভ্যতার সিইও আলোকচিত্র সাংবাদিক শাকিল হোসেন।