বিনোদন প্রতিবেদক : অসংখ্য দশকপ্রিয় নাটক-টেলিফিল্মের নিমাতা চয়নিকা চৌধুরী। বতমানে নির্মাণ কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। ২০১৫ সালে তিনি নির্মাণ করেছিলেন একক নাটক ‘বেদনার মতো বাজে’। বেশ কিছু জটিলতার কারণে এতদিন নাটকটি প্রচারিত হয়নি। আজ শনিবার রাত রাতটায় আরটিভিতে নাটকটি প্রচারিত হবে বলে রাইজিংবিডিকে জানিয়েছেন এই নিমাতা। |
এতে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও নওশীন ও সামিয়া।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এ প্রসঙ্গে রাইজিংবিডিকে তিনি বলেন, ‘আমার খুব পছন্দের একটি কাজ এটি। ২০১৫ সালে নাটকটির শেষ করেছি কিন্তু এতদিন প্রচারিত হয়নি। প্রচারের জন্য চারবার তারিখও চূড়ান্ত করা হয়। কিন্তু এক বছর লেগেছে আটিস্টদের দিয়ে ডাবিং করাতে। কারণ ওরা এত বেশি ব্যস্ত ছিল যে, ওদের শিডিউল পাওয়াটা মুশকিল হয়ে গিয়েছিল।’
একটি সম্পকের গল্প নিয়ে নাটকটির কাহিনি গড়ে উঠেছে। গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘নাটকের গল্পে দেখা যাবে অপূর্ব ও সামিয়া স্বামী-স্ত্রী। দাম্পত্য জীবনে ওরা খুবই সুখী। একদিন ডাক্তারের রিপোর্ট আনতে হাসপাতালে যায় অপূর্ব। আকস্মিকভাবে সেখানে তার সঙ্গে দেখা হয় নওশীনের। দুজনেই খুব অবাক হয়ে যায়। আসলে নওশীন-অপূর্বর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু নওশীন কোনো কারণে অপূর্বকে বিয়ে করতে আপত্তি জানায়। দীর্ঘ সময় পর তাদের দেখা হওয়ার পর গল্পে নতুন মোড় নেয়।’
নগরীর উত্তরার বিভিন্ন স্থানে নাটকটির শুটিং শেষ হয়েছে