খন্দকার মোহাম্মাদ আলী সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের মাইঝাইল উত্তর পাড়া গ্রামের মোঃ সমশের আলী সরকারের ছেলে জাহিদুল ইসলাম চান্দু (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ।
এলাকাবাসী জানায়, জাহিদুল ইসলাম চান্দু ও তার বাবা দুজনই একই ভ্যান গাড়ী চালাতো। রবিবার সারা দিন জাহিদুল ইসলাম গাড়ী চালিয়ে সন্ধায় তার বাবাকে কিছু টাকা দিয়ে বাহিরে বেরিয়ে যায়। রাত দশ টার পর নেশা করে বাড়ী ফিরলে তার বাবা তাকে বাকি টাকার কথা জিজ্ঞাস করে, কিন্তু সে নেশা গ্রস্থ থাকার কারনে তার বাবার সাথে উল্টাপাল্টা কথা বলে।
জাহিদুলের বাবা এবিষয়ে তাকে গালমন্দ করে ও চর থাপ্পর মারে।গভির রাতে জাহিদুলের বিমাতা লিজা বেগম ঘুম থেকে উঠে ঘরে বাতি জালানো দেখে ও বিছানায় ছেলেকে দেখতে পায়না।
তখন মা লিজা বেগম তার বাবাকে ডাকদিয়ে ছেলেকে খুজতে বের হয়। বাহিরে এসে জাহিদুলের ঝুলন্ত লাশ দেখতে পায়।
এ ঘটনা জানাজানি হলে গ্রামবাসি থানা পুলিশকে খবর দেয়। সোমবার সকালে ঐ কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ।
বেলকুচি থানার অফিসার ইন-চার্জ মোঃ সাজ্জাদ হোসেন জানান, জাহিদুলের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এটা হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত রিপোর্টের পর জানা যাবে।