বেসিক ব্যাংকের নতুন এমডি আউয়াল খান এর যোগদান

0
624

রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মূহম্মদ আউয়াল খান বুধবার, ০১ নভেম্বর, ২০১৭ইং তারিখে যোগদান করেছেন। এসময় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলাউদ্দীন এ মজীদ, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপকবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
জনাব আউয়াল খান খান এর আগে বাংলাদেশ কৃষি ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডির দায়িত্ব পালন করেন । তিনি ১৯৭৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে বিকম (সম্মান) সহ এমকম ডিগ্রি অর্জন শেষে ১৯৮২ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মজীবন শুরু করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে ব্যাংকিং ডিপ্লোমা সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি সোনালী ব্যাংকে মহাব্যবস্থাপক ও অগ্রণী ব্যাংকে ডিএমডির দায়িত্ব পালন করেন। তিনি ২০১৬ সালের ১৪ নভেম্বর থেকে গত আগস্ট পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি ছিলেন। দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে তিনি শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগীয় প্রধান হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
কর্মজীবনে বিভিন্œ প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নিতে তিনি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইতালী, চীন, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বাহরাইন, নেপাল, থাইল্যান্ড ও ওমানে ভ্রমণ করেন। জনাব খান বরিশালের বাকেরগঞ্জে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here