বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে সংঘর্ষে ও দ্বন্দ্বে আহত প্রায় ১১৯ জন

0
221

নিজস্ব প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচি চলাকালে সংঘর্ষে ও দ্বন্দ্বে আহত প্রায় ১১৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে গুলিবিদ্ধ ও গুরুতর আহত প্রায় ৩৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকে হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। ৪ আগস্ট রবিবার বিকাল ৩টা পর্যন্ত গুলিবিদ্ধ অবস্থায় অন্তত ৮ জনকে রাজধানীর সায়েন্স ল্যাব সংলগ্ন ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের বয়স ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে। রাজধানীর পল্টন, সায়েন্স ল্যাব, নয়াবাজার, শনির আখড়া, শাহবাগ, প্রেসক্লাবসহ বিভিন্ন এলাকায় এবং মুন্সিগঞ্জ জেলায় আহত শিক্ষার্থী, পথচারী, সাংবাদিক ও রাজনৈতিক কর্মীদের মধ্যে অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

Advertisement

সায়েন্স ল্যাব এলাকা বেলা ৩টা পর্যন্ত আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে ছিল। সায়েন্স ল্যাবের সাথে স্টার হোটেল এলাকাও তখন পর্যন্ত আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে ছিল।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here