ব্রাহ্মণবাড়িয়া সরকারী হাসপাতাল দালালমুক্ত করতে তাদের তালিকা করে আইনের আওতায় আনতে হবে

0
881

নাজমুন নাহার অপরূপা ঃ গত ০৮ অক্টোবর, ২০১৭ইং রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ সামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ড. শাহনুর আলমের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ১২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শাহ আলী, সিভিল সার্জন ডাঃ নিতীশ নন্দী মজুমদার, অতিরিক্ত পুলিশ মোঃ ইকবাল হোসেন, ব্রাহ্মণবাড়ীয় প্রেসক্লাবের সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শফিকুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র ফেরদৌস মিয়া, কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ আনিসুল হক, বাঞ্ছারামপুর উপজেলা চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, সরাইল উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ আব্দুর রহমান, আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আসিফ আহমেদ, নাসিরনগর উপজেলা চেয়ারম্যান এটি এম মনিরুজ্জামান সরকার, বিশিষ্ট নারী নেত্রী ও সমাজসেবিকা ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডঃ তাসলিমা সুলতানাা খানম নিশাত যার চেষ্টায় নারীরা সাবলম্বি হচ্ছেন, চেম্বার অব কমার্স‘র উর্ধ্বতন সহ-সভাপতি সুভাষ চন্দ্র পাল, জেলা জাসদ সভাপতি অ্যাডঃ আখতার হোসেন সাঈদ প্রমুখ। এ সময় বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ সামসুল হক জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ব্রাহ্মণবাড়িয়া আধুনিক সদর হাসপাতালসহ জেলার সকল সরকারী হাসপাতালে জনসাধারণের সুবিধার্থে দালালমুক্ত করতে দালালদের তালিকা করে তাদের আইনের আওতায় আনতে হবে। তিনি প্রত্যেক উপজেলায় গ্রাম আদালত সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মনিটরিং করা এবং নারী শিশু নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে স্বাক্ষীগণের হাজিরার ব্যাপারে আরো সক্রিয় ভূমিকা পালনের ব্যাপারেও গুরুত্বারোপ করেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here