ব্রাহ্মণবাড়ীয়া জেলার দক্ষিণ পৈরতলায় ১০৬তম এজেন্ট আউটলেট উদ্বোধন করলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্প্রতি প্রধান অতিথি হিসেবে নতুন আউটলেটটির উদ্বোধন করেন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আলহাজ্জ আবেদ আহাম্মদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়ীয়া বার এসোসিয়েশনের আইনজীবী এবং ক্রীড়া সংগঠক এডভোকেট ইনামুল হক হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্রাহ্মণবাড়ীয়া শাখার ব্যবস্থাপক মোঃ মোস্তাক আহাম্মদ মোল্লা, এশিয়ান টিভি ও যমুনা টিভির ইসলামী আলোচক এবং গোপীবাগ রেলওয়ে ব্যারাক জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোঃ আবুল হাশেম মোল্লা, ব্রাহ্মণবাড়ীয়া কমিউনিটি পুলিশ এর সভাপতি এবং ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রেজা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলী আহাদ খান, বিশিষ্ট সমাজসেবক মোঃ মোস্তাফিজুর রহমান এবং দক্ষিণ পৈরতলা এজেন্ট আউটলেটের এজেন্ট মোঃ আলী আজহার খান। ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের এফএভিপি মোঃ সাখাওয়াত হোসেন অনুষ্ঠানটি পরিচালনা করেন।
উল্লেখ্য, নতুন উদ্বোধনকৃত এজেন্ট আউটলেটের মাধ্যমে গ্রাহকবৃন্দ দেশের বিভিন্ন স্থান থেকে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে একাউন্ট খোলা, টাকা জমা ও উত্তোলন, রেমিটেন্স এর টাকা গ্রহণ, হিসাবের ব্যালেন্স অনুসন্ধান, ফান্ড ট্রান্সফার, বিনিয়োগ আবেদনপত্র জমা, বিনিয়োগ টাকা গ্রহণ, কিস্তি প্রদান, ইউটিলিটি বিল প্রদান, চেক জমা, ডেবিট কার্ড সংগ্রহসহ বিভিন্ন আকর্ষণীয় সেবা গ্রহণ করতে পারবেন।