ভান্ডারিয়ায় দুই দিনব্যাপী আয়কর ক্যাম্পের উদ্বোধন

13
1131

ভান্ডারিয়া  প্রতিনিধি
‘সুখি স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নেই, এ শ্লোগনকে সামনে রেখে এ প্রথম পিরোজপরের ভান্ডারিয়ায় দুইদিন ব্যাপী আয়কার ক্যাম্প ও করদাতা উদ্বুদ্ধকরণ  মেলা শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে ভান্ডারিয়া উপজেলা অডিটরিয়ামে মেলার উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ। মেলায় পিরোজপুর জেলার সার্কেল -০৬ এর  সহকারী কর কমিশনার সুব্রত কুমার দে এর সভাপতিত্বে  বিশেষ অতিথির  বক্তব্য রাখেন,  বরিশাল বিভাগের  যুগ্ম কর কমিশনার  মোঃ আবুল বাসার আকন, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ আতিকুল ইসলাম উজ্জল, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আক্তার সুমী, সরকারি কৌশলী (জিপি) অ্যাডভোকেট শহিদুল ইসলাম পান্না, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মো. শফিউল হক মিঠু, উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি ফায়জুর রশিদ খসরু, উপজেলা কৃষক লীগ এর সাধারণ সম্পাদক মো. শহিদ জোমাদ্দার, ব্যবসায়ী মোশারেফ হোসেন সিকদার  প্রমুখ। এছাড়াও মেলায় চাকরিজীবি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন । মেলার প্রথম দিনে নতুন ৪৩ করদাতা ২ লক্ষ ৩০ হাজার টাকা কর  প্রদান করেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here