ভার্চুয়াল মুদ্রা বিটকয়েনের মূল্য রেকর্ড পরিমান ১০ গুণ বেড়েছে।

0
840

ভার্চুয়াল মুদ্রা বিটকয়েনের মূল্য রেকর্ড পরিমান ১০ গুণ বেড়েছে। এর ফলে প্রতিটি বিটকয়েনের মূল্য দাঁড়িয়েছে ১০ হাজার ডলার।বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, গতকাল মঙ্গলবার লুক্সেমবার্গভিত্তিক ভার্চুয়াল মুর্দ্রা বিনিময়ের প্লাটফর্ম বিট স্ট্যাম্পসহ সকল সূচকে বিটকয়েনের এ নতুন মূল্য পরিলক্ষিত হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, লেনদেনের বিভিন্ন সুবিধার কারণে গত এক বছরে বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেয়েছে ৯শ শতাংশ। যদিও অনেকে একে পুরোপুরি সর্মথন করেন না।
খবরে বলা হয়েছে, কিছু কিছু মার্কেটে বিটকয়েনের মূল্য ১০ হাজার ডলারকেও ছাড়িয়ে গেছে। যেমন- জিম্বাবুয়েতে গত সোমবার বিটকয়েন লেনদেন হয়েছে প্রতিটি ১৭ হাজার আটশ ৭৫ ডলারে। আর দক্ষিণ কোরিয়াতে এটি লেনদেন হচ্ছিল ১১ হাজার ডলারের বেশি মূল্যে।
উল্লেখ্য, বিটকয়েন হলো ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা। বিটকয়েন লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না। এক্ষেত্রে বিটকয়েন এনক্রিপশন ও ব্লকচেইন ডাটাবেস ব্যবহার করার কারণে তহবিল স্থানান্তর করা সম্ভব হয় অনেক কম সময়ে মধ্যে। ২০০৯ সালে সাতোশি নাকামোতো এই মুদ্রাব্যবস্থার প্রচলন করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here