রোববার ১৩.০৮.১৭ ইং দুপুর ১২টায় নারায়নগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ভেজাল প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়নগঞ্জ জেলা কমিটির উদ্দ্যেগে লিফলেট বিতরন করেন সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ,সাধারন সম্পাদক আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুন ইসলাম, সদস্য অমুল্য কুমার সাহা, আসাদুল ইসলাম সানি, জোনায়েদ আহাম্মদ অপুর্ব সহ প্রমুখ নেতৃবৃন্দ। সভাপতি ও সাধারন সম্পাদক শহীদ মিনারে উপস্থিত বিভিন্ন পেশার কর্মজীবি মানুষ ও ছাত্র-ছাত্রীদের মাঝে লিফলেট বিতরন করেন। লিফলেট বিতরন শেষে শহীদ মিনাওে সংক্ষিপ্ত বক্তবের মাধ্যমে সভাপতি ও সাধারন সম্পাদক ভেজাল পতিরোধে নারায়নগঞ্জবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। তাছড়া চাষাড়ার খাজা সুপারমার্কেট ও সমবায় মার্কেটের বিভিন্ন দোকানদারদেও মাঝেও লিফলেট বিতরন করেন। পর্যায়ক্রমে নারায়নগঞ্জের সর্বস্তরের জনগনের মাঝে ভেজাল প্রতিরোধে জনসচেনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতিরন করবে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়নগঞ্জ জেলা কমিটি।