জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির একটি প্রতিনিধি দল নারায়নগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক তাহমিনা আক্তারের সাথে মত বিনিময় করেছেন।
১৭ই আগষ্ট রোজ বৃহস্পতিবার দুপুর ৩টায় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি সুলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক আক্তার হোসেনের নেত্রত্বে প্রতিনিধি দলটি ভোক্তা অধিদপ্তর না’গঞ্জের সহকারী পরিচালকের অফিসে মত বিনিময় সভায় মিলিত হন। সহকারী পরিচালকের সাথে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার আইন সম্পর্কে জনসচেনতা সৃষ্টির লক্ষে করনীয় সম্পর্কে খোলা মেলা আলোচনা হয়। মত বিনিময় কালে প্রতিনিধি দল ভেজাল প্রতিরোধ কার্যক্রমে সহকারী পরিচালকের সার্বিক সহযোগিতা কামনা করলে তিনি সর্বাত্বক সহযোগিতা ও সব সময় ভেজাল প্রতিরোধে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন না’গঞ্জ জেলা কমিটির পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন।
সাক্ষাতকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি সুলতান মাহমুদ, সহ-সভাপতি আহমেদ আলী, সাধারন সম্পাদক আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুন ইসল্মা, দপ্তর সম্পাদক আল ইমরান, সদস্য আসাদুর রহমান সানি।