ভোলা প্রতিনিধি॥ ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড পশ্চিম চরকালী গ্রামে পুর্বেও শত্রুতার জেরধরে একদল সন্ত্রাস বাহিনী হামলা চালিয়ে ঘরবাড়ি ভাংচুর করেছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল সোমবার রাত ৮টার দিকে নাজিউমদ্দিনের বাড়িতে এঘটনা ঘটে।
প্রতাক্ষ্যদর্শীসূত্রে জানায়, নাজিমউদ্দিনের সাথে এবং সুলতান আহম্মেদের পরিবারের সাথে দীর্ঘদিন যাবত শত্রুতা ছিলো। তারই জেরধরে সুলতান আহম্মেদের ছেলের নুরুউদ্দিনের নেতৃত্বে কয়েকজনে মিলে নাজিমউদ্দিনের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুরসহ লুটপাট করে। এসময় নাজিমউদ্দিনের স্ত্রী রুব্বন বেগম একা ছিলো ঘরে। নাজিমউদ্দিনসহ আমরা একটি সালিশ বৈঠকে বসা ছিলাম বাজারে। এরই মধ্যে নাজিমের স্ত্রীকে ওরা ব্যাপকভাবে মারধর করে সুলতানের লোকেরা। পরে আমরা এলাকাবাসি আহত অবস্থায় উদ্ধার করে নাজিমের স্ত্রীকে ভোলা সদর হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করিয়ে দিয়ে আসি।
আহত রুব্বন জানান, আমি ঘরে ছেলে/মেয়েকে পড়াতে ছিলাম। আমার স্বামী নাজিম বাজারে সালিশীতে ছিলো, ঘরে শুধু আমি একা ছিলাম। নুরুউদ্দিন, সুলতান, ফারুক, মাইনুদ্দিনসহ কয়েকজনে বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর লুটপাট করে এবং আমার উপর অর্তকিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে।
এবিষয়ে নাজিমউদ্দিনের কাছে মামলা সম্পর্কে জানতে চাইলে, মামলার প্রস্তুতি চলছে।
এবিষয়ে সুলতান আহম্মেদের কাছে জানতে চাইলে পাওয়া যায়নি। তারা পলাতক রয়েছে বলে জানাযায়।