হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে ২ দিন ব্যাপী তথ্য মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল ৫ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় মধুপুর উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির যৌথ আয়োজনে
উপজেলা অডিটরিয়ামে এ মেলার উদ্বোধন করা হয়। উক্ত তথ্য মেলার আলোচনা সভায় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ^াসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরকার, মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজ, টাঙ্গাইল জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, মধুপুর সহিদ স্মৃতি উচ্চ মাধ্যামিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশিদ খান চন্নু, টিআইবির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. হাসান আলী ও মধুপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি ডা. মীর ফরহাদুল আলম মনি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি সাংবাদিক এস এম শহীদ। আলোচনা সভায় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে একটি বিশাল র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। মেলায় সরকারী বেসরকারী ৩১ টি স্টল বসে। এ মেলা ৫ থেকে ৬ডিসেম্বর ২ দিন চলবে।