হাবিব সরকার স্বাধীনঃ
রাজধানী ঢাকা জুরে ছিনতাই পকেটমার মলম পাটি, ইত্যাদি ভিবিন্ন দিন দিন ভেরে চলেছে। কাকলী, বনানী, ২৩ নং রোডে, বনানী পোস্ট অফিস গলি, চেয়ারম্যান বাড়ী, সৈনিক হল, আমতলী, মহাখালী, সাতরাস্তা, থেকে শুরু করে ভিবিন্ন গড়ে তুলেছে বিশাল ১৫ থেকে ১৮ বাহিনীর একটি দল অপরাধ বিচিত্রা টিম খুঁজে পেলো অবেশে সেই চক্র গডফাদার সফিক অরফে কানু সফিক, তাদের কাজের কাহিনী কান্ড তুলে ধরা হলো। আমরা জানি গ্রাম থেকে দৈনিক হাজার হাজার মানুষ ঢাকায় আসে যায়। তাদের র্টাগেট গ্রাম থেকে আশা দিন মজুর অসহায় বেক্তি গুলি। কাউবা বিদেশে যাবে মেডিকেল করতে আশে বেক্তিরা তাদের হাত থেকে রক্ষা নাই। নতুন মানুষ দেখলে ধিরে ধিরে একজন তার কাছে যায়। ছিনতাইকারী চক্ররা নিজেরা নিজেদের পায়ে লাগিয়ে ভাই দেখে চলতে পারে না। কোথায় থাকেন.? বাসা কোথায়..? প্রশ্ন আর প্রশ্ন…চক্রের সদস্যা তখন কেউ হয়ে যায়। বড় সি আই ডি, অথবা কেউ বড় পুলিশ অফির্সার,আর এই এলাকর বড় বড় দলের সবাই তার কথায় উঠে বসে।এভাবে হুমকি দিতে থাকে। গ্রাম থেকে আশা সরল মানুষ কিছু বুজতে পারে না। টাকা পয়সা মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। সাথে কত চর থাপ্পড়, তাদের লোক চারদিকে ছিটিয়ে আছে পুলিশ এলো কি না। এভাবে পুলিশের চোখ ফাকি দিয়ে তাদের অপকর্ম করে যাচ্ছে, আর সর্রহারা সাধারণ মানুষ নিঃশ্ব হচ্ছে। আমাদের তদন্ত চলছে চোখ রাখুন বিস্তারিত তুলে ধরবো।