অপরাধ বিচিত্রা ডেস্কঃ :ঝালকাঠির রাজাপুর পাক হানাদার মুক্ত দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় রাজাপুর থানা চত্বর থেকে রাজাপুর প্রেস ক্লাবের আয়োজনে বর্নাট্য র্যালি উপজেলা পরিষদ পদক্ষিন শেষে প্রেস ক্লাবের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি আহসান হাবীব সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুল, রাজাপুর উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আব্দুল বারেক ফরাজি, রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আউয়াল গাজী, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম নান্নু, রাজাপুর থানা ক্লাব সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ শাহজাহান মোল্লা,উপজেলা যুবলীগের সভাপতি মো.আসলাম হোসেন মৃধা, রাজাপুর উপজেলা মহিলা পরিষদের সভাপতি কবি মাহমুদা খানমসহ শতাধিক মুক্তিযোদ্ধারা। রাজাপুর প্রেস ক্লাবের সদস্যরা সকালে বধ্যভ’মিতে শহীদ মুক্তিযোদ্ধারে স্বরনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন রাজাপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি এনামুল হোসেন খান। রাজাপুর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে বর্নাট্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বিকাল ৪টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে বর্নাট্য শোভাযাত্রা শহরের সড়কে পদক্ষিন শেষে মুক্তিযোদ্ধা কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম নান্নুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধার সন্তান ও বাংলাদেশ আ’লীগ কেন্দ্রিয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক মো.মনিরুজ্জামান। উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো.রিয়াজ আহম্মেদ মাতুব্বর, মো.নজরুল ইসলাম স্বপন তালকদার, মো.মাসুদ সিকদার, মুক্তিযোদ্ধা মো.হামেদ জোমাদ্দার, আওয়ামী যুবলীগ নেতা ইউসুফ সিকদার, মাইনুল হোসেন,জুয়েল,মিজান,রাজাপুর শেখ রাছেল স্মৃতি সংসদের সভাপতি মো.জামাল হাওলাদারসহ সূধীজন।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি মো.জালাল হোসেন।