অপরাধ বিচিত্রা ডেস্ক: ফারমার্স ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদত্যাগ করেছেন ড. মহীউদ্দীন খান আলমগীর । বাংলাদেশ ব্যাংকের অব্যাহত চাপের মুখে অবশেষে তিনি পদত্যাগ করেন । সোমবার (২৭ নভেম্বর) ফারমার্স ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় । একই সঙ্গে পদত্যাগ করেছেন ব্যাংকটির অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীও । বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে আসার পর প্রয়োজনীয় রেগুলেটরি পদক্ষেপ নেওয়া হয়েছে । ইতোমধ্যে ব্যাংকটির পরিচালনা পর্যদের চেয়ারম্যান ড. মহীউদ্দীন খান আলমগীর এবং অডিট কমিটির চেয়োরম্যান মাহবুবুল হক চিশতী পদত্যাগ করেছেন । এতে বলা হয়, তাদের পদত্যাগপত্র ব্যাংকের পরিচালনা পর্ষদ কতৃক গৃহীত হয়েছে । ইতোমধ্যে পর্ষদে নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। একই সঙ্গে নির্বাহী কমিটি, অডিট কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠিত হয়েছে ।