মাইক্রোবাস খাদে পড়ে বাবা-মেয়ে নিহত, স্ত্রীসহ দুই সন্তান আহত

0
842

পিরোজপুর শহরে মাইক্রোবাস উল্টো দু’জন নিহত হয়েছেন। গুরুতর আহত হন আরো চারজন। শনিবার রাত ১০টায় বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে হতাহতের এই ঘটনা ঘটে। নিহতরা হলেন খুলনার ব্যবসায়ী তৌহিদুল ইসলাম (৪২) ও তার শিশুকন্যা নুসাইবা (১২)। আহত হয়েছেন তৌহিদুল ইসলামের কন্যা রুসাইয়া (৫), পুত্র জাবেদ (৭), স্ত্রী নির্ঝর

Advertisement

 

(৩৫)। এছাড়া গাড়ি চালক খায়রুল ইসলাম ও (২৫) গুরুতর আহত হয়েছেন। পিরোজপুর থানার এসআই মোঃ মাহাবুব আলম গণমাধ্যমকে জানান, রোববার রাত ১০টার দিকে কুয়াকাটা থেকে খুলনায় যাওয়ার পথে বলেশ্বর ব্রিজের বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা প্রান্তের খাদে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। পিরোজপুর দমকল বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে। গাড়িতে থাকা খুলনার ব্যবসায়ী তৌহিদুল ইসলাম (৪২) ঘটনাস্থলেই প্রাণ হারান। পিরোজপুর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেয়ার পথে তৌহিদুল ইসলামের কন্যা নুসাইবা (১২) মারা যান। পিরোজপুর হাসপাতাল থেকে আহত সবাইকে রাতেই খুলনা পাঠানো হয়। আহত খায়রুল জানান, খুলনার নিরালা এলাকার বাসিন্দা ব্যবসায়ী তৌহিদুল ইসলাম তার নিজস্ব গাড়িতে করে স্ত্রী, দু’ মেয়ে ও এক ছেলেকে নিয়ে কুয়াকাটা থেকে তাদের বাড়ি খুলনায় যাচ্ছিল। বলেশ্বর ব্রিজ থেকে নামার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের খাদে পড়ে উল্টে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here