খোরশেদ আলম ঃ
কুমিল্লার লাকসাম রেলওয়ে পুলিশের উদ্যোগে লাকসাম রেলওয়ে ফ্লাটফর্মে আয়োজিত সমাবেশে বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। স্টেশান মাষ্টার মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে ও রেলওয়ে থানার অফিসার ইনচার্জ স্বপন ক্লান্তি বড়–য়ার সঞ্চলনায় কমিউনিটি পুলিশিং র্যালী ও আলোচনা সভায় বক্তৃতা করেন রেলওয়ে উদ্বর্তন উপসহকারী প্রকৌশলী রামনারায়ন বীর, সিআই আব্দুল ওয়াহিদ, ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ উল্ল্যাহ, ওয়ার্ড পৌর কাউন্সিলর আলহাজ্ব খলিলুর রহমান, রেলওয়ে থানার এসআই আতাউর রহমান, এসআই শফিকুল ইসলাম, রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন।