মাধুরী দীক্ষিত ঢাকায় আসছেন

0
1211

প্রথমবারের মতো ঢাকায় আসছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। হোয়াইট সেন্ড রিসোর্ট নামের একটি নতুন পাঁচ তারকা হোটেলের প্রচারণার জন্য তিনি ঢাকা আসছেন। স¤প্রতি পুরনো ঢাকার ওয়ারী

Advertisement

কমিউনিটি সেন্টারে সোহানা গ্রুপের আয়োজনে হোয়াইট সেন্ড রিসোর্ট ভ্যাকেশন ফেয়ারে এই ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন বছরের জানুয়ারিতে তিন দিনের এই ভ্যাকেশন ফেয়ারের সমাপনী দিনে হাজির হবেন একঝাক তারকা। ১৯ জানুয়ারি বলিউডের মাধুরী দীক্ষিত সেই আয়োজনে পারফর্ম করবেন। সোহানা গ্রুপের পরিচালক ফারিয়া মাহবুব পিয়াসা বলেন, মাধুরী দীক্ষিত পারফর্মের জন্য ও হোয়াইট সেন্ড রিসোর্ট ভ্যাকেশন ফেয়ারের প্রচারণায় ঢাকায় আসবেন। আশা করছি, আয়োজনটি সফল হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here