আরিফুর রহমান মানিক,ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি,
মালয়েশিয়াস্থ ছাতক প্রবাসি কল্যাণ পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক সানি আহমদের অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে জন্মদিন পালন করা হয়েছে। ৬নভেম্বর কুয়ালালামপুরে অবস্থিত স্টার কাবাব নামের একটি অভিজাত রেস্টুরেন্টে সানি আহমদের বর্ণাঢ্য জন্ম দিনের কেক কেটে প্রাথমিক পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তার বন্ধুমহল। সবশেষে প্রীতিভোজের মাধ্যমে মনোজ্ঞ
জন্মদিন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এরআগে জীবনের অত্যন্ত ঘনিষ্ট বন্ধু-বান্ধবদের নিয়ে কেক কাটা, ফটো সেশন, আলোচনা, কৌতুক, রস-রচনা পাঠ, প্রীতিভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন নান্দনিক অনুষ্ঠানমালা আগত সবাইকে ব্যাপক উল্লসিত করে। এসময় অনুষ্ঠানে উপস্থিত থেকে অত্যন্ত আনন্দঘন মূহুর্তের আনন্দ ভাগাভাগি করেন পরিষদের সভাপতিআব্দুল আউয়াল ও াধারণ সম্পাদক সম্পাদক রুহুল আল- আমিন, মাহবুবুল হক, নুর মিয়া, জুবায়ের আহমেদ, লায়েক আহমেদ, শাহজাহান আলম, জাকারিয়া আলম, মিজানুর রহমান মিথুন, আনোয়ার হুসাইন, মামুন আহমেদ, মিজানুর রহমান, শাহিন আহমেদ, বদরুল ইসলাম, যুবরাজ, পারভেজ, পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ ও মালয়েশিয়ায় বসবাসরত বৃহত্তর সিলেটের প্রবাসি নেতৃবৃন্দ। জানা গেছে, পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক এহসানুল হক তানভীর মালয়েশিয়া থেকে অন্যত্র চলে যাওয়ায় সৃষ্ট শুন্য পদে পরিষদের কার্যনির্বাহী নেতৃবৃন্দের সর্বসম্মত মতামতের ভিত্তিতে সানি আহমেদকে এ পদে স্থলাভিষিক্ত করা হয়। পরে সানি আহমদের দীর্ঘায়ু ও উজ্জল ভবিষ্যত কামণা করে সভাপতি আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক রুহুল আল-আমিন নব-নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক সানি আহমদের কর্মনিষ্ঠতা, সততা ও অত্যন্ত যোগ্য নেতৃত্বের মাধ্যমে মালয়েশিয়াস্থ ছাতক প্রবাসি কল্যণ পরিষদের কার্যক্রম আরো গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।