মাশরাফি ফেরা নিয়ে ‘নিশ্চুপ’

0
735

অপরাধ বিচিত্রাঃ

Advertisement

চলতি বছরে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দল থেকে অবসর নেন মাশরাফি। তবে একদিনের ফরম্যাটে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন দেশের সবচেয়ে সফল এই অধিনায়ক। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে রংপুর রাইডার্সের আইকন ক্রিকেটার ও

 

অধিনায়ক মাশরাফি। ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই ডানহাতি ক্রিকেটার। বিপিএলে মাশরাফির নজরকাড়া পারফরম্যান্সের কারণে জাতীয় দলে টি-টোয়েন্টি ফরম্যাটে ফেরার প্রসঙ্গে অনেক আলোচনা হচ্ছে। তবে এই প্রসঙ্গে নিশ্চুপ বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।

মাশরাফি টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে দেশে ফেরার সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজম্লু হাসান পাপন জানিয়েছিলেন, প্রয়োজনে আবার ছোট ফরম্যাটের এই ক্রিকেটে ফিরবেন মাশরাফি। তবে মাশরাফি যেন নিশ্চুপ। টি-টোয়েন্টিতে ফেরার জন্য অনুরোধ প্রসঙ্গে তিনি বলেন, ‘না, এটা নিয়ে আমি কথা বলতে চাই না।’
এদিকে হাতুরুসিংহের বদলে জাতীয় দলের নতুন কোচ খুঁজছে বিসিবি। আর এই প্রসঙ্গে মাশরাফির ভাষ্য, ‘দেখুন আমি আগেও বলেছি আমি যতদিন খেলেছি আমি দেখিনি খেলোয়াড়দের সঙ্গে কথা বলে কোচ ঠিক করা হয়েছে। বিসিবি যে কোচই আনবে আমরা তার সঙ্গে মানিয়ে খেলার চেষ্টা করব। আমাদের দিক থেকে এইটুকুই থাকা উচিত।’
বিপিএলে ৯ ম্যাচে ৫ টিতে জয় আর ৪ টিতে পরাজয়ে ১০ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে রংপুর রাইডার্স। শুরুতে অনেক ম্যাচ হেরে টুর্নামেন্টে পিছিয়ে পড়লেও দারুনভাবে ঘুরে দাঁড়িয়েছে রংপুর রাইডার্স। এই প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘আসলে আমারা টুর্নামেন্ট এত শুরুতে কিছু ম্যাচ হেরেছি। চাপ বেশি হয়ে গেছে। কিন্তু তারপরও আমরা কাভার করতে পেরেছি। এখন আমাদের টপ তিনটা টিমের সঙ্গে খেলা আছে। আমরা একটা জিতলে হয়তো সেমি-ফাইনালে যেতে পারব। তো কাজটা কঠিন। কিন্তু আমরা শেষ কিছু ম্যাচ জিতেছি। খুব কঠিনভাবে জিততে হয়েছে। তবুও আশা করি একটা ম্যাচ জিততে পারলে সেকেন্ড রাউন্ডে যেতে পারব।’

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here