দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে নাটোরে ১ হাজার কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে । বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বঙ্গবন্ধু ও তার পরিবারকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এ মামলা দায়ের করা হয় ।
বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান সিদ্দিকীর আদালতে মামলাটি দায়ের করেন নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মালেক শেখ । আদালত মামলাটি গ্রহণ করছে । তবে এ বিষয়েকোন আদেশ দেননি । মামলায় বাদী অভিযোগ করেন, গত ০১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে মাহমুদুর রহমান বলেছিলেন, ‘বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র নয়, শুধুমাত্র ভূখণ্ড আর জনগণ থাকলেই স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হয় না । বাংলাদেশ এখন ‘ভারতের কলোনি’ । শেখ মুজিব বাংলাদেশের গণতন্ত্র ও গণমাধ্যমকে হত্যা করেছিলেন’ । এমন বক্তব্যের কারণে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে ।