মা ও দুই সন্তানকে কুপিয়ে হত্যা করলো কিশোরগঞ্জে

0
938

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি পূর্বপাড়ায় দুই শিশুসন্তানসহ মাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় বাবা মোশারফ হোসেন গুরুতর আহত হন।
নিহতরা হলো তারাকান্দি পূর্বপাড়ার মোশারফ হোসেনের স্ত্রী তাসলিমা আক্তার (২৮), ছেলে নিলয় (১০) ও মেয়ে রাইসা (৮)।

Advertisement

আজ শনিবার সকাল ৭টার দিকে মবিন (২৬) নামে এক কলেজছাত্র ঘটনাটি ঘটিয়েছে। সে কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। এ ঘটনায় ঘাতক মবিনকে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে। সে তারাকান্দি পূর্বপাড়া গ্রামের প্রবাসী আলম মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মোশারফ হোসেন ও মবিনের পিতা প্রবাসী আলম সম্পর্কে চাচাতো ভাই। দীর্ঘদিন যাবৎ সম্পত্তি নিয়ে তাদের মাঝে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে সে এই তিন খুনের ঘটনা ঘটিয়েছে।
পাকুন্দিয়া থানার ওসি মো. শামছুদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনজনকে হত্যা করে পালিয়ে যাবার সময় এলাকাবাসী মবিনকে আটক করে।
পরে তাকে পাকুন্দিয়া থানায় নিয়ে আসা হয়।
অন্যদিকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনা তদন্তসাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here