মিথ্যা মামলায় সাংবাদিক ফাসানোর অপচেষ্ঠা

0
100

Advertisement

নিজস্ব প্রতিনিধিঃ মিথ্যা মামলায় সাংবাদিককে ফাসানোর চেষ্ঠায় ডিবির এস আই সফিউদ্দীন সাফি। দপ্তর বার্তার সম্পাদক ও অপরাধ বিচিত্রার সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক সুলতান মাহমুদকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অপচেষ্ঠা করছে ডিবির এস আই সাফি। দপ্তর বার্তার প্রতিনিধিকে কল করে হুমকি দিচ্ছে ঠিকানার জন্য এবং কই থাকেন সাংবাদিক সুলতান মাহমুদ। ডিবির এস আই সাফির অনৈতিক সুবিধা ও অপকর্ম প্রচারের জেরে সাংবাদিক সুলতান মাহমুদকে মিথ্যা মামলায় হয়রানির জন্য চেষ্ঠা করছে বলে  জানা যায়।

এই দুর্নীতিবাজ এস আই সাফি অনৈতিক সুবিধা ইতি পুর্বে উক্ত সাংবাদিককে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে। উক্ত মামলার ঘটনা ও তারিখে সাংবাদিক সুলতান মাহমুদ  সংগঠন ও পত্রিকার কাজে সিলেটে অবস্থান করছিল। এ ব্যাপারে সাংবাদিক সুলতান মাহমুদ পুলিশের আইজি, ডি আইজি, পুলিশ সুপার এবং স্বরাষ্ট্র মন্ত্রনাওলয়ে সুবিচারের জন্য আবেদন করেন। ঢাকা রেঞ্জ ডি আইজির কাছে অভিযোগের প্রেক্ষিতে বিচার শুরু হলেও অদৃশ্য কারনে তা গড়িমসি চলছে বলে জানা যায়।

সুলতান মাহমুদ কোন রাজনীতির সাথে জড়িত নন বলে জানান তার পরিবার। সত্য, স্পস্টবাদী ও সংবাদ প্রকাশের জেরে ষড়যন্ত্রের শিকার সাংবাদিক সুলতান মাহমুদ। এ ব্যাপারে এসপি, ডি আই জি ও আই জির হস্তক্ষেপ কামনা করেন সাংবাদিক সুলতান মাহমুদ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here