হবিগঞ্জ সংবাদদাতাঃ বাহুবল উপজেলা সদরের তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক আল আমিন এই জরিমানা করেন। তিনি জানান, অভিযানকালে ফ্রিজের মধ্যে নোংরা খাবার ও উচ্চ মূল্যে খাবার বিক্রির অপরাধে
বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্টকে পাঁচ হাজার টাকা, অতিরিক্ত ওজনের মিষ্টির প্যাকেট ব্যবহার এবং খাদ্যপণ্যে মাছি ও পোকা পাওয়ায় আদর্শ মিষ্টিঘরকে সাত হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে আল-মদীনা ফার্মেসিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে বাহুবল মডেল থানার পুলিশ ফোর্স।