বাংলাদেশের সাংবাদিকতার প্রবাদ পুরুষ, বর্ষিয়ান সাংবাদিক, মহান মুক্তিযুদ্ধের মুখপত্র সাপ্তাহিক রণাঙ্গন ও মহাকাল এবং দৈনিক দাবানল এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক, রাজনীতিক, সংগঠক, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম মোস্তফা বাটুলকে স্বাধীনতা পদক দিয়ে রাস্ট্রীয় সম্মানে ভূষিত করার দাবি জানিয়েছেন রংপুরের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
শুক্রবার সন্ধায় দৈনিক দাবানল ভবনের সামনে খন্দকার গোলাম মোস্তফা বাটুলের হীরক জন্ম জয়ন্তি স্মারক বক্তৃতামালায় এই দাবি জানানো হয়। দাবানল এর বার্তা ও পরিকল্পনা সম্পাদক এবং দৈনিক নয়া নয়া দিগন্তের রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় স্মারক বক্তৃতামালায় প্রবন্ধ উপস্থাপন করে বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক প্রফেসর মোহাম্মদ শাহ আলাম। শুভেচ্ছা বক্তব্য দিয়ে স্মারক বক্তৃতা শুরু করেন দাবানল এর নির্বাহী সম্পাদক মোজাফফর হোসেন। বৃষ্টি ভেজা বৈরি আবহাওয়া উপেক্ষা করে এতে আলোচনায় রাজনীতিবিদদের মধ্যে অংশ নেন আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য বিসিএস কর একাডেমীর সাবেক মহাপরিচালক কারমাইকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী খালেকুজ্জামান, রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, রংপুর মহানগর আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও রংপুর মেট্রোপটিলট চেম্বারের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন, জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, জাতীয় গণতান্ত্রিক পার্টির জেলা সাধারণ সম্পাদক আখতারুজ্জামান স্যান্ডো, কারমাইকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আলাউদ্দিন মিয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন, সাংবাদিক সংগঠনগুলোর নেতৃবৃন্দের মধ্যে আলোচনায় অংশ নেন প্রেসক্লাব সভাপতি বীরমুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, সেক্রেটারী আব্দুর রশিদ বাবু, রিপোর্টার্স ক্লাব সভাপতি আবদুল হালিম আনছারী, সেক্রেটারী শাহ বায়েজীদ আহম্মেদ, বাংলাদেশ মিডিয়া ইন্সটিটিউট সাংবাদিক কল্যান ট্রাস্টের মহাসচিব নুরুজ্জামান প্রধান, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি জাহিদ হাসান লুসিত, সেক্রেটারী মমিনুল ইসলাম রিপন, সিটি প্রেসক্লাব সভাপতি স্বপন চৌধুরী, সেক্রেটারী সাব্বির মোস্তফা পিয়াল, রংপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, সাংবাদিকদের মধ্যে আলোচনায় অংশ নেন সময় টেলিভিশনের প্রতিবেদক মানিক সরকার মানিক, বৈশাখী টেলিভিশনের রিপোর্টার ও সুজন মহানগর সভাপতি আফতাব হোসেন, দৈনিক যুগ্রে আলোর সহকারী বার্তা সম্পাদক আমাদের সময় এর স্টাফ রিপোর্টার নজরুল মৃধা, মানব জমিনের স্টাফ রিপোর্টার জাভেদ ইকবাল, চ্যানেল নাইনের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম রফিক, দাবানল এর সিনিয়র প্রতিবেদক ফরহাদুজ্জামান ফারুক, যুগের আলোর প্রধান ফটো সাংবাদিক আসাদুজ্জামান আফজাল, দাবানল এর কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সংবাদদাতা এসএম গোলাম মোস্তফা প্রমুখ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন দাবানল এর ব্যবস্থাপনা সম্পাদক মোস্তফা সরওয়ার অনু।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সময় সাপ্তাহিক রণাঙ্গন প্রতিষ্ঠা করে তিনি মুক্তিযুদ্ধকে তরান্বিত করেছেন। সাপ্তাহিক রণাঙ্গণে সাংবাদিকতা ও বিতরণ করার কারনে দুই সাংবাদিক বদিউজ্জামান ও নুরুল ইসলাম ঢালীকে পাক হানাদার বাহিনীরা হত্যা করেছে। মুক্তিযুদ্ধের পর সাপ্তাহিক মহাকাল পরে দৈনিক দাবানল প্রতিষ্ঠা করে মুক্তিযুদ্ধের চেতনাকে মুল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। উত্তরাঞ্চল তথা সারা দেশ এবং বিদেশে এই তিনটি পত্রিকা থেকে তৈরি হওয়া সাংবাদিকরা সমাজ সংস্কারে ওয়াচ ডগের মতো কাজ করে যাচ্ছে। বক্তারা ত্ার সাহসিকতা ও বর্ণাঢ্য জীবন এবং কর্মের কারণে তাঁকে জীবদ্দশাতেই স্বাধীনতা পদক দিয়ে রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা, দৈনিক দাবানল ভবনের পাশের সড়কটিকে তার নামে নামকরণের দাবি জানান। দাবি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আহবান জানান বক্তারা।
স্মারকবক্তৃতামালায় রংপুরের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ছাড়াও দৈনিক দাবানল এর বিভিন্ন জেলা উপজেলা প্রতিনিধিরা অংশ নেন।