মেয়র আনিসুলের দাপন হবে মায়ের কবরের পাশেই বনানীতে

0
710

অপরাধ বিচিত্রা ডেস্কঃ : ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মরদেহ আগামীকাল শনিবার (০২ ডিসেম্বর) বেলা ১১ টা ৪০ মিনিটে ঢাকায় এসে পৌঁছাবে। এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে মেয়রের নিজ বাসায়।
বেলা তিনটায় সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নিয়ে যাওয়া হবে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে। পরে বাদ আসর জানাজা শেষে মায়ের পাশে ও ছোট সন্তান শারাফের কবরে দাফন করা হবে। মেয়রের নিকট সঙ্গী আবদুর নুর তুষার এ তথ্য জানিয়েছেন।

Advertisement

লন্ডনে চিকিতসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে স্থানীয় সময় বিকেল ৪টা ২৩ মিনিটে মারা যান আনিসুল হক।
গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডনে যান মেয়র। সেখানে অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
১৯৫২ সালের ২৭ অক্টোবর নোয়াখালীতে জন্মগ্রহণ করেন আনিসুল হক। শৈশব কেটেছে নানাবাড়ি ফেনী জেলার সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন তিনি।
আশির দশকে টেলিভিশন উপস্থাপক হিসেবে জনপ্রিয়তা পান আনিসুল হক। ১৯৯১ সালের নির্বাচনের পূর্বে বিটিভিতে শেখ হাসিনা ও খালেদা জিয়ার মুখোমুখি একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন তিনি। ২০০৫-০৬ সালে বিজিএমইএর সভাপতির দায়িত্ব পালন করেন।
২০০৮ সালে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি নির্বাচিত হন। ব্যবসায়ী আনিসুল হক ২০১৫ সালে ঢাকা সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র নির্বাচিত হন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here