মেয়র আনিসুল হকের অবস্থার অবনতি

0
601

লন্ডনে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের অবস্থার অবনতি ঘটেছে।  মেয়রের সহকারী ব্যক্তিগত কর্মকর্তা সাদিত হাসান কালের কণ্ঠকে জানান, তার অবস্থা ভালো নয়। তিনি মারা যাননি।

Advertisement

এদিকে লন্ডনে স্বামীর পাশে থাকা রুবানা বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমকে বলেন, তার ফুসফুসে সংক্রমণ হয়েছে। তার অবস্থা ভালো নয়। তার জন্য জন্য দোয়া করুন। গত ৪ আগস্ট অসুস্থ হয়ে পড়লে লন্ডনের একটি হাসপাতালে ভর্তির পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল আনিসুল হককে। অবস্থার উন্নতি ঘটার পর গত ৩১ অক্টোবর তাঁকে আইসিইউ থেকে রিহ্যাবিলিটেশনে স্থানান্তরের খবর জানিয়ে বিবৃতি দিয়েছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন। এর এক মাসের মধ্যে আবার আইসিইউতে নেওয়া হলো ৬৫ বছর বয়সী মেয়রকে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here