জামাল উদ্দিন স্বপন,কুমিল্লাঃ
কুমিল্লা ময়নামতি সেনানিবাস এলাকায় ঢাকা বাস স্ট্যান্ডে গোপন সংবাদেও ভিত্তিতে অভিযান চালিয়ে ময়নামতি হাইওয়ে পুলিশের একটি দল বুধবার সন্ধ্যায় আয়না (২৫) ও আল্পনা (২২) নামের দু’হিজড়াকে আটক করেছে। এসময় তাদেও কাছ থেকে উদ্ধার করা হয় ১’শ ৭০ বোতল ভারতীয় মরণনাশা মাদক ফেন্সিডিল।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সুত্র জানায়,কুমিল্লা ময়নামতি সেনানিবাস এলাকায় ঢাকা বাসস্ট্যান্ডে বুধবার সন্ধ্যা ৭ টায় ময়নামতি হাইওয়ে পুলিশের একটি দল ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাহবুবুর রহমান,এসআই আব্দুস সালাম,এখলাস,এএসআই আতিক,রাখাইনের নেতৃত্বে গোপন সংবাদেও ভিত্তিতে ওত পেতে থাকে। এসময় ঢাকাগামী বাসের জন্য অপেক্ষমান দু’হিজড়া আয়না ও কল্পনাকে আটকে তাদেও কাছ থেকে ১’শ ৭০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় মরণনাশা মাদক ফেন্সিডিল উদ্ধার করে। হিজড়া আয়নার পিতা নগরীর বাগিচাঁগাও এলাকার সুরুজ মিয়া এবং আল্পনার পিতা ওই একই এলাকার তারু মিয়া। ওসি মাহবুবুর রহমান জানান,দীর্ঘ দিন ধরে হিজড়া সম্প্রদায়ের কিছু বিপদগামী সদস্য মাদক পাচাঁরে জড়িত রয়েছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার এঅভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এব্যাপারে মাদকস আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।