অপরাধ বিচিত্রা প্রতিনিধিঃ মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে সিলেট সিক্সার্স। জবাবে ব্যাটিংয়ে নেমে নাটকীয় লড়াই শেষে ২ বল ও ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর রাইডার্স।শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ৯ রান। সিলেটের হয়ে বল করতে আসলেন ইংলিশ পেসার টিম ব্রেসনান। রংপুর রাইডার্সের হয়ে স্ট্রাইকে ব্যাটসম্যান মাশরাফি বিন মর্তুজা। আগের ম্যাচেই যিনি তিন নম্বরে নেমে ঝড় তুলেছিলেন। ১৭ বলে খেলেছিলেন ৪২ রানের ইনিংস। সেই মাশরাফি আজ ব্যাট করতে নামলেন সাত নম্বরে।ব্যাটসম্যান মাশরাফির ব্যাট থেকে ১০ বলে এলো ১৭ রান। দুটি বিশাল ছক্কা। নাহিদুল থাকলেন ৭ বলে ১৪ রানে অপরাজিত।এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাবর আজমল, সাব্বির রহমান ও আন্দ্রে ফ্লেচারের দায়িত্বশীল ব্যাটিংয়ে লড়াকু সংগ্রহ গড়ে সিলেট সিক্সার্স। বাবর ৩৭ বলে ৫৪, সাব্বির ৩৭ বলে ৪৪ এবং ফ্লেচার করেন ১৭ বলে ২৬ রান। এছাড়া রস হুইটলি ১১ বলে ১৭ এবং ব্রেসনান ৫ বলে করেন ১৬ রান।৯ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে সেরা চারে উঠে গেল রংপুর এবং শেষ চারের সম্ভাবনাও উজ্জ্বল করলো তারা। ১০ ম্যাচ খেলে সিলেট সিক্সার্সের এ নিয়ে টানা ৬ পরাজয় এবং তারা নেমে গেল পয়েন্ট তালিকার সপ্তম স্থানে