জান্নাতুল ফেরদৌসঃ রংপুরে কোটা সংস্কারের আন্দোলনে পুলিশের গুলিতে শিক্ষার্থী আবদুল্লাহ আল–তাহির নিহতের ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ও আসাদুজ্জামানসহ ৪০ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া আন্দোলনের সময় পুলিশের গুলিতে ফল ব্যবসায়ী মেরাজুল ইসলাম নিহতের ঘটনায় আরও একটি হত্যা মামলা করা হয়েছে। এ মামলায় রংপুর মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আওয়ামী লীগ নেতা, সিটির কাউন্সিলরসহ ২১ জন আসামি করা হয়েছে।
আজ রোববার রংপুরের কোতোয়ালি মেট্রো থানার আমলি আদালত ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে পৃথক দুটি মামলা করেন শিক্ষার্থী আবদুল্লাহ আল-তাহিরের বাবা আবদুর রহমান ও ফল ব্যবসায়ী মেরাজুল ইসলামের মা আম্বিয়া খাতুন।
বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে গত ১৯ জুলাই বেলা সাড়ে তিনটার দিকে মিছিল বের হলে রংপুর সিটি বাজারের সামনে পুলিশের গুলিতে তাঁরা মারা যান। এ ঘটনায় দুটি হত্যা মামলা করার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আফতাব হোসেন ও মেজবাউল হক।