নোমান মাহমুদঃ রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ফেনসিডিল ও ৪০ লিটার বাংলা মদসহ ১ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি দক্ষিন) ।গত শনিবার (২৫শে নভেম্বর) ডিবি’র (দক্ষিন) অফিসার ইনচার্জের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি চৌকশ দল অভিযান চালিয়ে কৃষ্ণপুর এলাকা থেকে ১১০ বোতল ফেনসিডিল ও ৪০ লিটার বাংলা মদসহ মোঃ রহিদুল ইসলাম(১৯) নামে ঐ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারের পর আটক ব্যবসায়ীর বিরূদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।