স্টাফ রিপোর্টার॥ রংপুর মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুস সালাম আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী হওয়ার জন্য দেন দরবার করছেন বলে জানা গেছে। মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে তিনি রংপুর মহানগরীকে তিলোত্তমা নগরীতে পরিনত করতে চান
বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আব্দুস সালাম জানান, আমি রংপুর মহানগরবাসীর সমর্থন পেলে রংপুরকে একটি আধুনিক সিটিতে পরিনত করবো। গ্যাস আনার মাধ্যমে রংপুরকে উন্নয়নের রোল মডেল করা সম্ভব। শ্যামা সুন্দরী খালকে পরিকল্পিতভাবে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলবো। রংপুরের উপকণ্ঠে চিকলি বিলকে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব। রংপুরকে সবুজ ও মানবিক সিটিতে রুপান্তরিত করার জন্য যা যা করা দরকার তা করা হবে।
আব্দুস সালম বলেন, আমি মেয়র নির্বাচিত হলে রংপুরকে তিলোত্তমা নগরীতে পরিনত করবো।
আব্দুস সালাম রংপুর পৌরসভার সর্বশেষ নির্বাচনে মোটর বাস প্রতিক নিয়ে মেয়র পদে নির্বাচন করেছিলেন। তিনি ১৯৯১ সালে কারমাইকেল কলেজ ছাত্রদলের নাট্য ও প্রমোদ সম্পাদক হিসেবে রাজনীতি শুরু করেন। ১৯৯৪ সালে কারমাইকেল কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক নির্বাচিত হন। ১৯৯৬ সালে ওই কলেজের ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। ২০০১ সালে রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, ২০০৯ সালে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগ এবং জেলা শাখার আহবায়ক হন আব্দুস সালাম। ২০১৪ সালে তিনি রংপুর মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। ২০১৭ সালে তিনি মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। বর্তমান বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড আইনশৃঙ্খলা বাহিনীর বাধার কারণে সম্ভব হচ্ছে না। তারপরেও রংপুর মহানগরের ৩৩টি ওয়ার্ডে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান চলছে। আগামীতে যেকোন মূল্যে বিএনপি বিভিন্ন কর্মসূচী পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।