রাউজান উরকিরচর থেকে ১টি বিদেশী পিস্তল সহ ১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৭

10
759

রাউজান প্রতিনিধি:
চট্টগ্রাম র‌্যাব-৭ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার রাউজান থানাধীন ১২নং উরকিরচর ইউপি মৈশকরম গ্রামস্থ জিয়া বাজার সংলগ্ন কাপ্তাই মুখী রাস্তার পূর্ব পাশের্^ আব্দুল খালেকের চা দোকানের সামনে রাস্তার উপর কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অবৈধ অস্ত্র নিয়ে সন্ত্রাসী কার্যকলাপ সৃষ্টির উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে ৭ নভেম্বর ৭.১৫ টার সময় লেঃ কমান্ডার আশেকুর রহমান এর নেতৃত্বে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ আবু নাছের (২৯), পিতা- আব্দুস শুক্কুর, গ্রাম- উত্তর গুজারা মগদাই, ১১নং পশ্চিম গুজারা, থানা- রাউজান, জেলা- চট্টগ্রামকে আটক করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর দেহ তল্লাশী করে ০১ টি ৭.৬৫ মিঃ মিঃ বিদেশী পিস্তল (স্পেন) এবং ২ টি ম্যাগাজিন উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আর্মস এ্যাক্ট, ১৮৭৮ এর ১৯অ/১৯(ভ) ধারা মোতাবেক রাউজান থানায় হস্তান্তরের প্রস্ততি চলছে র‌্যাব-৭এর মিডিয়ার অফিসার মিমতানুর রহমান সংবাদ মাধ্যম কে জানান।

Advertisement

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here