গত মঙ্গলবার ১০ ঘণ্টার ব্যবধানে এক আওয়ামী লীগ নেতাসহ ২ জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসব হত্যার প্রতিবাদে রাঙামাটি এখন প্রতিবাদ বিক্ষোভে উত্তাল। দলীয় নেতাকে হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার জেলায় হরতালও পালন করছে যুবলীগ। এসব বিক্ষোভ-
প্রতিবাদের মধ্যেই আবার জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ঝর্ণা চাকমা ও তার স্বামী-সন্তানকে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করেছে। বুধবার মধ্যরাতে ঝর্ণা চাকমার শহরের বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে দুর্র্বৃত্তরা তার স্বামী-সন্তান ও তাকে কুপিয়ে জখম করে চলে যায়। এঘটনার পরই তাদেরকে রাঙামাটি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তারা এখন ওইখানে চিকিৎসাধীন আছেন। এঘনটার জন্য শন্তু লারমার লোকদেরকে দায়ী করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতববর শীর্ষ নিউজকে বলেন, শন্তু গ্রুপের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে ঝর্ণা চাকমা ও তার স্বামী-সন্তানকে কুপিয়ে জখম করেছে।