রাজধানীর তুরাগে নবগত সিটি করপোরেশন ঘিরে নেতা কর্মীদের বিভিন্ন রুপে দেখা গেল। জনগনের চাহিদা হল সৎ,যোগ্য প্রতিবাদি কন্ঠস্বর নির্বিক ছাত্রলীগের নেতা দেলোয়ার হোসেন । তুরাগ থানার 53 নং ওয়াডের কাউন্সিলার হিসেবে দেখতে চায় এলাকাবাসী। তুরাগে চাঁদাবাজ,সন্ত্রাস ও মাদক বিরোধী কার্যকালাপে তার অতুলোনীয় ভুমিকা রয়েছে। তার একাধিক অবদান শুধু তাই নয় এলাকার সাধারন মানুষ এই তরুন প্রতিনিধিকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করে এলাকার তারন্য প্রতিনিধিত্ব করতে চায়। তারন্যের জোয়ারে ভাসবে পুরো দেখবে জনগন হাসবে দেশ জেগে উঠবে বাংলাদেশ । বাংলাদেশর প্রতিটি জায়গায় যেন হয় তারন্য প্রতিক যাদের অবদান ধরে রাখতে পারে।